ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা এফএও সদরদপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু দংইউ প্রধান ফটকে এসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এফএও সদরদপ্তরে ব্রাজিলের কৃষিবিজ্ঞানী ও লেখক জোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তব্য দেবেন।