লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তাপতি নামক স্থানে মোটরসাইকেল ও ডাম ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম জাকারিয়া প্লাবন জেলার কালিগঞ্জ উপজেলার চামটা এলাকার বাসিন্দা।
জানা যায়, ওই এলাকায় ডাম ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজনকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: শিশু ইনায়া হত্যাকাণ্ড: বাবাই মেয়ের গলা কেটেছে বলে দাবি পুলিশের
খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।