লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া এলাকায় বজ্রপাতে ঘর পুড়ে পাঁচটি গবাদি পশু পুড়ে মারা গেছে।
মঙ্গলবার গভীর রাতে বজ্রসহ প্রচুর বৃষ্টি শুরুর পর বজ্রপাতে পশুগুলোর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বজ্রপাতে উপজেলার তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন রায়ের বসত ঘর বজ্রপাতে আক্রান্ত হয়। এসময় তার বসতবাড়ির ২টি ঘর ও ঘরের ভিতরে থাকা ৩টি ছাগল এবং ২টি গরু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় কোনো মানুষ আহত হয়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
ক্ষতিগ্রস্ত কৃষক পুলিন রায় বলেন, গভীর রাতে বিকট শব্দে বজ্রপাত হয়ে আমার ঘরে আগুন লেগে যায়, এতে আমার ২টি ঘর পুড়ে যায় এবং ৩টি ছাগল ও ২টি গরুর মৃত্যু হয়েছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন জানান, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।