যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ১৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন দূতাবাসের মিনিস্টার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ।
অনুষ্ঠানের মূল পর্বে পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রামাণ্যচিত্র ‘আঁধার পেরিয়ে’ উপভাগ করেন অতিথিরা।
তারপর বিজয় দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিদেশে অবস্থান করেও দেশের প্রতি তারা অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ বিজয় দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ চলা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দিতে আহ্বান জানান।
এছাড়া তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রবাসীদের অনুরোধ করেন। পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
বিজয় দিবস উপলক্ষে ওয়ারশ সিটি করপোরেশন, ডিপার্টমেন্ট অব সিটি ও রোড অথরিটির সমন্বয়ে স্থানীয় ভিস্তুলা নদীর ওপর নির্মিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটি ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজে আলোকিত করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এরপর অতিথিদের দেশীয় খাবাররের সমন্বয়ে নৈশভোজ পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।