লিবিয়া থেকে ১২৩ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে দেশে আনা হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএময়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নানা ধরনের নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশে না যাওয়ার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। প্রত্যাবাসনের অংশ হিসেবে আইওএম প্রত্যেক ব্যক্তিকে ৬ হাজার টাকা, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।