সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার বেলা ১০টার দিকে বাগেরহাট জেলার মোংলা উপজেলার জোড়া ব্রিজ এলাকা থেকে গ্রামবাসীর সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে নৌকায় করে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, পশুর নদ পাড়ি দিয়ে সুন্দরবন ছেড়ে হরিণ দুটি লোকালয়ে প্রবেশ করেছিল। উদ্ধার হওয়া চিত্রা হরিণ দুটি স্ত্রী প্রজাতির এবং তাদের বয়স সাত থেকে আট বছর।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রামবাসীর তাড়া খেলেও হরিণ দুটি সুস্থ ছিল। পরে নৌকায় করে সুন্দরবনে এনে করমজল এলাকায় অবমুক্ত করা হয়।
আজাদ কবিরের ধারণা, বাঘের তাড়া খেয়ে শুক্রবার রাতে হরিণ দুটি সুন্দরবন ছেড়ে লোকালয়ে প্রবেশ করেছিল। তিনি আরও জানান, মাঝে মাঝে বন ছেড়ে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করে। খবর পেলে বন বিভাগের সদস্যরা সেসব প্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।