নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুজন উপদেষ্টা শপথ নিয়েছেন।
উপদেষ্টারা হলেন সুপ্রদীপ চাকমা ও ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তারা।
এর আগে গত শুক্রবার শপথ নেন নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা।
আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ
নবনিযুক্ত প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শপথ নেওয়া সম্ভব হয়নি। তিনি কবে দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত জানা যায়নি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের চার দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।
বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুক-ই-আজম রাজধানী ও দেশের বাইরে থাকায় সেদিন শপথ নিতে পারেননি।
গতকাল বিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করায় হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন।
তার শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হয়।
সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি।
আরও পড়ুন: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ