খুলনায় জুলাইয়ে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৩ মে) তিনি এই জুলাই যোদ্ধার কবর জিয়ারত করেন।
ঢাকার রূপনগরে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণ করেন সাকিব রায়হান।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন বলে পিআইডির এক বিবৃতিতে জানানো হয়েছে।