শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানসিক স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক কাজ করছে ‘সাস্ট মনের কথা’ ফেসবুক পেজ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও নির্দেশনা পরিচালকের অধীনে অনলাইন প্ল্যাটফর্মে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবাটি পরিচালনা হচ্ছে। এতে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেছা শাপলা।
আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্য পদে ফের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কারও মানসিক সমস্যা দেখা দিলে সরাসরি সম্ভব না হলে অনলাইন প্ল্যাটফর্মে ‘সাস্ট মনের কথা’ ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সার্বক্ষণিক মানসিক বিষয়ক স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। এই মানসিক স্বাস্থ্য সেবায় সর্বদা গোপনীয়তা রক্ষা করে সেবা দেয়া হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেছা শাপলা বলেন, আমরা সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত আছি। শাবিপ্রবি সংযুক্ত যেকেউ এই প্ল্যাটফর্মে আমাদের কাছে মানসিক সমস্যাজনিত প্রশ্ন রাখতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে সাড়াদানসহ মানসিক সমস্যার সেবাদানে কাজ করবো।
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, বর্তমানে এই দুর্যোগকালীন সময়ে আমরা সকলেই প্রায় গৃহবন্দী। অনেক ক্ষেত্রে এই সংকটকালীন সময় আমরা একধরনের মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এই মানসিক সমস্যা বেশি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের বিষয় চিন্তা করে এই অনলাইন জায়গাতে মানসিক সেবায় কাজ করছে ‘সাস্ট মনের কথা’। আশা রাখছি মানসিক সমস্যার সংকট নিরসনে এই স্বাস্থ্য সেবা আমাদের মানসিক ভীতি দূর করতে সহায়তা করবে। শিক্ষার্থীসহ অন্য যারা আছেন, মানসিক সমস্যাসৃষ্ট ভুল পদক্ষেপ থেকে সরে আসতে এই পেজের সংশ্লিষ্টরা তাদের জন্য কাজ করবে।
ফেসবুক লিংক:
https://www.facebook.com/SUST%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-102541918694043/