সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল করেন এবং উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে অনশন চালিয়ে যাওয়ায় অনশনরত শিক্ষার্থীদের অনেকে জ্বরে আক্রান্ত হয়েছে। অনেকের রক্তচাপ কমে শারিরীক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। অসুস্থ্ হয়ে পড়ায় ইতোমধ্যে নয়জনের শরীরে স্যালাইন দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে বুধবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পদত্যাগ না করায় ওই দিন দুপুরের পর উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করেন ২৪ জন ছাত্রছাত্রী।
দাবি আদায়ে শিক্ষার্থীদের একাংশ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রাখেন। এরমধ্যে অসুস্থ হয়ে পড়ায় ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর বাইরে একজন অনশনকারী ছাত্রের পরিবারের এক সদস্য হৃদরোগে আক্রান্ত হওয়ায় শুক্রবার ভোরে তিনি নিজের বাড়িতে গেছেন।