সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামমরুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলামসহ ক্লাবের বর্তমান কমিটির সদস্য ও প্রাক্তন সদস্যরা।
সাস্ট ক্যারিয়ার ক্লাব পঞ্চমবারের মতো সাস্টসিসি জব ফেস্ট-২৪ -এর আয়োজন করেছে। এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৯টি ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি তিনশ’র অধিক পদে চাকরির সুযোগ করে দেবেন। প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ করবে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে দেশে সর্বপ্রথম তারবিহীন চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন
বৃহত্তর সিলেটের সকল স্নাতক সম্পন্ন প্রার্থীরা তাদের পছন্দের কোম্পানিতে সিভি জমা দিতে পারবেন। বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।
বুধবার ও বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এই চাকুরি মেলায় কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
এবারের চাকরি মেলায় বেশকিছু বড় গ্রুপ ও কোম্পানি অংশ নিচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, নাভানা গ্রুপ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, হামিম গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ, কাজী অ্যান্ড কাজী টি, আইডিপি এডুকেশন, স্টাফ এশিয়া, আর এফ এল গ্রুপ, আড়ং, প্রাণ গ্রুপ, বিএসআরএম, শেভরন, পারফেট্টি ভ্যান মেলে, ওয়ালটন, গিল্ডান, সিপি ফুডস, শাহজালাল প্রিমিয়াম এগ্রো, বিডি জবস, লিলিপুট, ইএন গ্লোবাল, এসজে ইনোভেশন, টেক ফর বাংলাদেশ, নেক্সডিকেড এবং লাইট ক্যাসেল কোম্পানি।
আরও পড়ুন: গবেষণায় ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ গবেষক