বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোহেল রানা বলেছেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি একথা বলেন।
সোহেল রানা বলেন, ‘শিক্ষার্থী ও জনগণের বিজয়ের পর আমি নিশ্চিত যে, নতুন সরকার দোষীদের গ্রেপ্তার করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে নেতৃত্বে, পুলিশ বাহিনীতে নয়। দোষীরা শাস্তি পাবে। দয়া করে নিরীহ পুলিশকর্মীদের ওপর হামলা করবেন না।’
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ এখন আপাতদৃষ্টিতে নেতৃত্বহীন। আসামিরা আত্মগোপনে চলে গেছে। জুনিয়র অফিসার ও সদস্যরা দিশাহীন। তারা দোষী নয়। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করছি। প্রশাসনিক ব্যবস্থা ও পুলিশের নেতৃত্ব শিগগিরই সক্রিয় হবে বলে আমার বিশ্বাস।’
পুলিশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা থেকে বিরত থাকার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান পুলিশের এই অতিরিক্ত উপমহাপরিদর্শক।