রাজধানীর শ্যামল পল্লী বস্তিতে রবিবার রাতের আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। আগুন কোনো কিছুই অবশিষ্ট রাখেনি। সবকিছু ছাই হয়ে গেছে। এঁকে গেছে বাসিন্দাদের চেহারায় দুঃখ ও বেদনার ছাপ।
এখানটিতেই একসময় টিনের ছাউনিতে সাদামাটা স্বপ্ন বুনে বাস করে আসছিলেন তারা। এখন তা শুধু পুড়ে যাওয়া স্মৃতির বিরান ভূমিমাত্র।
ইউএনবির আলোকচিত্রী তাহিয়াত নাজিফা নূরের ছবিগুলো বস্তিবাসীর করুণকাহিনীকেই প্রকাশ করছে। তুলে ধরছে তাদের বেঁচে থাকার সংগ্রামকে।
আরও পড়ুন: মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে