শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিৎসার জন্য আবেদনকৃত শ্রমিকদের আবেদন যাচাই-বাচাই শেষে এক হাজার ৯৬০ জন শ্রমিকের নিজ নিজ নামে টাকার চেক গত কয়েকদিনে শ্রম অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।
দরিদ্র অসহায় শ্রমিকদের চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হক জানান, ফাউন্ডেশনের তহবিল গঠন হয় শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য।
‘এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনা জনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়,’ যোগ করেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম মন্নুজান সুফিয়ানের গতিশীল নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সব সময় শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে বলে জানানো হয়েছে।