সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৬ মে) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ১০ মে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।