আজ পহেলা মে—মহান মে দিবস। ইতিহাসের পাতায় এ দিনটি লেখা আছে রক্তে ও আত্মত্যাগে।
১৮৮৬ সালের শিকাগো শহরে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের রক্তাক্ত ঘটনা আজও শ্রমিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণা। সে আন্দোলনের ফলেই বিশ্বজুড়ে শ্রমিকদের কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের ধারণা প্রতিষ্ঠা পায়।