সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণ করলে বিদেশি অভিভাবকরা ভবিষ্যতে তাদের ভিসা নবায়নের সুযোগ হারাতে পারেন বলে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
এক বার্তায় দূতাবাস জানিয়েছে, অনেক বিদেশি অভিভাবক পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান করেন। এই চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে তারা প্রায়ই যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা ব্যবহার করেন, যার ব্যয়ভার পড়ে দেশটির করদাতাদের ওপর। এই ব্যয়ভার মার্কিন নাগরিকদের বহন করতে হয়। ফলে ভবিষ্যতে এসব অভিভাবকরা ভিসা নবায়নের ক্ষেত্রে অনুপযুক্ত বিবেচিত হতে পারেন।
দূতাবাস আরও জানায়, কোনো আবেদনকারীর ভ্রমণের প্রধান উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয় বলে সন্দেহ হয়, তাহলে সে ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।