সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির, লেনদেন কমেছে ঢাকায়, বেড়েছে চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৪০২ কোম্পানির মধ্যে ২০৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮৫ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’, ‘বি’ এবং ‘জেড’- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিশেষ করে লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে ২২২ কোম্পানির মধ্যে ১২৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। মিডল্যান্ড ব্যাংক সর্বোচ্চ ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে সারাদিনে ২৩৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৪৭ কোটি টাকা। ৯.৯৭ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে দেশ গার্মেন্টস এবং ৭.৬৯ শতাংশ দাম কমে তলানিতে রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি।
চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতো সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।
লেনদেন হওয়া ১৬৪ কোম্পানির মধ্যে ৭৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৮ কোটি টাকা। ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে শাসা ডেনিমস এবং ১৪ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ট্রাস্ট ব্যাংক।