সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে উত্থান হলেও আলোর মুখ দেখেনি চট্টগ্রাম। সূচকের পতনে শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ শেয়ারের সূচক ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৪৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৬৮ এবং অপরিবর্তিত আছে ৭৮ কোম্পানির শেয়ার দর।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির দাম কমলেও দরবৃদ্ধিতে এগিয়ে আছে ‘জেড’ ক্যাটাগরি।
‘জেড’ ক্যাটাগরির তালিকাভুক্ত ৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮, কমেছে ২৬ ও অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দাম ছিল অপরিবর্তিত। তালিকাভুক্ত ৩৬ কোম্পানির মধ্যে ১৩ কোম্পানির ইউনিটের দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৭ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানি।
ডিএসই ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এর মধ্যে ব্যাংক এশিয়া সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
সারা দিনে ডিএসইতে মোট ৫৪০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা এ সপ্তাহে সর্বোচ্চ। গতদিন ডিএসইতে মোট ৫২৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের প্রথমার্ধ
৯ দশমিক ৯২ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ কোম্পানি ইস্টার্ন ক্যাবল লিমিটেড। দিনের শুরুতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১৪ দশমিক ৯০ টাকায় লেনদেন হলেও দিন শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৭০ টাকা।
অন্যদিকে ৫ শতাংশ দাম হারিয়ে তলানিতে আছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারপ্রতি ২০ পয়সা করে দাম কমেছে।
চট্টগ্রামে পতন
দিনের শুরুতেই পতনের মুখে পড়েছিল চট্টগ্রামের বাজার, যার ধারা বজায় আছে লেনদেনের শেষ পর্যন্ত। তবে সূচক কমলে সিএসইতে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
সারা দিনের লেনদেনে সিএসইর সার্বিক সূচক কমেছে ২০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ২১৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭ কোম্পানির, কমেছে ৮৬ এবং অপরিবর্তিত আছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
সূচকের পাশাপাশি লেনদেন কমেছে সিএসইতে। সারা দিনে ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৯ কোটি ৮২ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইর শীর্ষ শেয়ারে উঠে এসেছে শমরিতা হাসপাতাল লিমিটেড। এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭ টাকা।
অন্যদিকে ৯ দশমিক ৬২ শতাংশ দর হারিয়ে তলানিতে জাহিনটেক্স ইন্ডাজট্রিজ লিমিটেড। প্রতি শেয়ার ৫ টাকা ২০ পয়সায় লেনদেন শুরু হলেও দিনের শেষে এসে তা ঠেকেছে ৪ টাকা ৭০ পয়সায়।
আরও পড়ুন: অবশেষে ঢাকার পুঁজিবাজারে উত্থান, ঈদের পর সর্বোচ্চ লেনদেন