বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আইসিপি (সমন্বিত চেকপোস্ট) চালু হলে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক সমৃদ্ধ ও লাভবান হবে।
তিনি বলেন, জাপানসহ বিশ্বের অনেক দেশ আইসিপির উভয় পাশে বিনিয়োগ করছে। এই আইসিপি চালু হলে নিঃসন্দেহে সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে।
শুক্রবার (২২ মার্চ) খাগড়াছড়ির রামগড় বিজিবি স্মৃতিসৌধ এলাকায় সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়কালে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
এর আগে তিনি রামগড় ব্যাটালিয়নের সদর দপ্তর (৪৩ বিজিবি), রামগড় স্থলবন্দর সংলগ্ন আইসিপি এবং ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন দেশের অর্থনীতির চাকা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এটি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।’
রামগড় স্থলবন্দরের অবস্থান সম্পর্কে মহাপরিচালক বলেন, এক্ষেত্রে নিরাপত্তার মাত্রা কিছুটা ভিন্ন হবে। সে জন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: বিজিপিসহ ৩৩০ জনকে বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে: বিজিবি