সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (মুখপাত্র) জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মহিউদ্দিন এক লাখ টাকার সম্পদের তথ্য প্রকাশ করেননি। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৭০ লাখ টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
অন্যদিকে মামলার এজাহারে বলা হয়, মহিউদ্দিনের স্ত্রী নূরজাহান বেগম দুদকে ১ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, তিনি ১৪ লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ১ কোটি ১৯ লাখ টাকার।
এর আগে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের গ্রাহকদের জমা করা ১১ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগ ওঠে মহিউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে। পরে অবশ্য অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: ছুটিতে পাঠানো হলো ১২ বিচারপতিকে