সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
একপর্যায়ে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তারা শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশের একটি দল জলকামান থেকে তাদের ওপর পানি ছিটিয়ে দেয় এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর চাকরিপ্রার্থীদের বয়সসীমা বাড়িয়ে ৩২ করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের দশম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাধীন নয় এমন সব সরকারি ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর এবং একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।