শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বলেছেন, সরকার প্রতিবছর ক্যাডেট কলেজের শিক্ষার্থীপ্রতি ৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় করে।
সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোর জন্য সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা।
বর্তমানে, ৩ হাজার ৭০০ শিক্ষার্থী ক্যাডেট কলেজে পড়াশোনা করে। সে অনুযায়ী ক্যাডেট কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ০৪৩ টাকা।
মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ের বরাদ্দ সমন্বিতভাবে করা হয়, তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাব্যয় আলাদাভাবে দেখানো হয় না।
আরও পড়ুন: ২০০৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬-১২ শ্রেণিতে ভর্তি বেড়েছে ৫২.৫%: দীপু মনি
শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক ব্যয় ৫০ হাজার ৫১২ টাকা।
২০২১-২২ অর্থবছরে, এই পর্যায়ের ৩৩ লাখ ১৪ হাজার শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ কোটি ১৬৭ লাখ টাকা।
মাধ্যমিক-পরবর্তী স্তরের ৩ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে সরকারি বরাদ্দ ৭০৭ কোটি টাকা। প্রতি শিক্ষার্থীর বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা।
তৃতীয় পর্যায়ে, ৩৮ লাখ ১২ হাজার শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ কোটি ৮০৭ কোটি টাকা। সে হিসেবে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক ব্যয় ২০ হাজার ৪৭৮ টাকা।
মন্ত্রী বলেন, বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা এবং শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা বৃদ্ধির কারণে সরকারি, বেসরকারি ও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু আয়ের ব্যবধান ক্রমশ কমছে।
আরও পড়ুন: শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার শিক্ষা: মন্ত্রী