বাংলাদেশে চীনের শীর্ষ ই-ভেহিকল ব্র্যান্ড হুয়াহাই (Huaihai) স্কুটারের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস সাংবাদিকদের জন্য বিশেষ ছাড়ে ইলেকট্রিক বাইক বিক্রির ঘোষণা দিয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ফ্যামিলি ডে-তে উপস্থিত থেকে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকাম্মেল হোসেন ইভান।
তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন। তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং ইভি ব্যবহারে উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।’
সাংবাদিকদের জন্য ঘোষিত বিশেষ এই সুবিধার আওতায় তিনটি জনপ্রিয় ইভি মডেল স্পার্কিতে (Sparky) ৬ হাজার টাকা ক্যাশব্যাক; ই-থান্ডার (E-Thunder) মডেলে ৫ হাজার টাকা ক্যাশব্যাক এবং ইকো রাইড (EcoRide) মডেলে ৪ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।
ন্যামস মোটরস কর্তৃপক্ষ জানায়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন। এ জন্য প্রেস কার্ড ও নিবন্ধিত যেকোনো সাংবাদিক সংগঠনের সদস্যপদের প্রমাণপত্র দেখাতে হবে।
প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ সাংবাদিকদের জন্য যেমন সাশ্রয়ী চলাচলের সুযোগ তৈরি করবে, তেমনি দেশে সবুজ পরিবহন ব্যবহারের প্রসারেও ভূমিকা রাখবে।
৪৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াহাই গ্লোবাল (Huaihai Global) বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে দুই ও তিন চাকার ইভি রপ্তানি করে থাকে। বাংলাদেশে তাদের একমাত্র ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস বর্তমানে ৪১টি জেলায় নেটওয়ার্কসহ ইভি অ্যাসেম্বলি, বিক্রয় ও আফটার-সেলস সার্ভিস পরিচালনা করছে।
ইলেকট্রিক যানবাহনকে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।