চট্টগ্রামভিত্তিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, তার অকালমৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২ আগস্ট) বাদ জোহর নগরীর ওয়াসার মোড়স্থ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর আড়াইটায় জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর তার নিজ বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন পৃথক বিবৃতিতে আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
বুধবার (২ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘ ৩ বছর ধরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজাদ তালুকদারের ভাইপো সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক