জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)।
শনিবার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম এ দাবি জানান।
সাংবাদিক হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা।
আরও পড়ুন: জামালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
বিবৃতিতে বলা হয়, নাদিমকে যেভাবে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। নাদিমের নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে মুক্ত সাংবাদিকতার চর্চা ভেঙে পড়বে।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: এমএসএফ
সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে হত্যার মূল পরিকল্পনাকারী স্থানীয় সাধুপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করায় র্যাবকে ধন্যবাদ জানান তারা।
এসসিআরএফ নেতারা নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের অবিলম্বে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে হতাশাজনক ব্যর্থতার স্বাভাবিকতার দৃষ্টান্ত: টিআইবি