স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি বিকশিত হওয়ায় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক পুলিশ বাহিনী গড়ে তোলা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (২৩ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে 'পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স'-এর প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে অপরাধ দমনে দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে পুলিশ স্টাফ কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোর্স সম্পন্ন করা পুলিশ কর্মকর্তারা সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ১০ মাসের এ কোর্সে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
কামরুল আহসানসহ অন্যান্য অতিরিক্ত আইজিপিরা, পুলিশ স্টাফ কলেজের শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।