সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির (আইটি) ব্যাপক ব্যবহারের কারণে সাইবার ক্রাইম এখন বাড়ছে। প্রতিটি পুলিশ সদস্যকে সাইবার ক্রাইম মোকাবিলায় প্রশিক্ষণ দিতে হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সাহাবুদ্দিন দেশের পুলিশ বাহিনীকে প্রতিটি কর্মকাণ্ডে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান। পুলিশ সদস্যদের খেয়াল রাখতে হবে যাতে তাদের কাজ আরও জনবান্ধব হয়।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো: রাষ্ট্রপতি
জনস্বার্থ বিবেচনায় যেকোনো মামলার তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে জমা দিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বাংলাদেশ পুলিশকে আগামী দিনগুলোতে আন্তরিকতার সঙ্গে এ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
এছাড়াও সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ