সাজেক বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারীরা ওই পর্যটককে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু বাঙ্গালি বন্ধুদের নিয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। তারা সাজেক-দীঘিনালা সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বরে পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থী। অপহরণকারীরা তার বাঙ্গালি বন্ধুদের ছেড়ে দিলেও পাহাড়ি এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন: অপহরণ চক্রের ৯ সদস্য আটক, ৩ রোহিঙ্গা শিশু উদ্ধার ও নিখোঁজ ৬
রাঙামাটি পুলিশের এএসপি আব্দুল আউয়াল জানান, অপহরণের শিকার ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাচ্ছিলেন। অপহৃত শিক্ষার্থীর বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে।
এএসপি আব্দুল আউয়াল আরও জানান, খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারে এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।