এখন থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইনের বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না। যে কারণে সাদা পোশাকে তারা কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।’
এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোনো আপত্তি নেই।’
সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।’
এরআগে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরে মতবিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের ওপরে দেবে।’
‘পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে জনগণ একটু হ্যারেসমেন্ট (হয়রানি) হয়, পেতে দেরি হয়; রোহিঙ্গাদের জন্য এটা ওঠানো যাচ্ছে না। বাট এটা (হয়রানি) আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নেই,’ বলেন জাহাঙ্গীর আলম।