জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) মতিউর রহমানকে পরিচালনা পর্ষদ থেকে অপসারণের সুপারিশ করে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
এর আগে আয়ের উৎস নিয়ে বিতর্কের মুখে রবিবার তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর, স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা