সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ক্রিকেটার সাকিব আল হাসানসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে সাধারণ অর্থনীতি বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একজন সিন্ডিকেট সদস্য।
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দিয়েছে। ২০২১ সালের ১৮ জুলাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২২ সালের ২৪ মে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।