সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বুধবার (২৫ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম সৈয়দ আবুল হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ভদ্র মানুষ। কথিত ‘দুর্নীতির ষড়যন্ত্রে’ তাকে অভিযুক্ত করা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হন।
শোকবার্তায় তিনি আরও বলেন, সৈয়দ আবুল হোসেনের মতো একজন দেশপ্রেমিক জনদরদী ব্যক্তিত্বের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। দেশের কল্যাণে আবুল হোসেনের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পররাষ্ট্রমন্ত্রী মরহুম সৈয়দ আবুল হোসেনের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই
আ. লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক