আশুলিয়ার গকুলনগর এলাকায় সৌদি প্রবাসী আখতার হোসেনের দোতলা বাড়ির নিচ তলা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।
আইটি বিভাগের প্রধান তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী। তবে স্ত্রী শারমীনকে আটক করা হলেও তানভীর পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল থেকে ওই দোতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বেশ কয়েটি হাত বোমা, তিনটি খেলনা পিস্তল, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাত ৯টার দিকে অভিযান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘উদ্ধার করা বিভিন্ন সরঞ্জাম দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করতে চেয়েছিল ওই নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান।’
তিনি আরও জানান, দেড় মাস আগে ওই নব্য জেএমবি’র আইটি বিভাগের প্রধান ও তার স্ত্রী দোতলা বাড়িটির নিচ তলার ফ্ল্যাট ভাড়া নেন। বাড়িটি সবসময় বাহিরে থেকে তালা বন্ধ থাকত বলে জানিয়েছে এলাকাবাসী।