সাভারে হেমায়েতপুর এলাকা থেকে ১০ বয়সী শিশু ইব্রাহিম অপহরণের পর রাজধানীর আদাবর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে র্যাব-৪ এর মেজর জালিশ মাহমুদ খান এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় অপহরণকারী আব্দুল মতিনকে (৪১) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় শিশু ইব্রাহিমের বাবা-মা’র অনুপস্থিতে অভিযুক্ত অপহরণকারী আব্দুল মতিন শিশুটিকে বাসা হতে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারী শিশুটিকে ফেরৎ দিবে মর্মে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে অপহৃত শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পড়ুন: বান্দরবানে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই র্যাব-৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ১৫ ঘণ্টার মধ্যে রাজধানীর আদাবর থানার শেখের টেক এলাকায় অভিযান চালিয়ে শিশু ইব্রাহিমকে উদ্ধার এবং অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।
পরে শিশুটিকে আজ সকালে সাভার মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ শিশুটিকে পরিবারকে বুঝিয়ে দেয়।