ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) একজন সুপারিশপ্রাপ্ত ক্যাডারসহ তিনজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) এসব দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডার রুবেল পারভেজ এবং মানিকগঞ্জের আব্দুল মান্নান।
অপর নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের দুটি বাস ঢাকা-আরিচা মহাসড়কে একে অপরকে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে।
আজ সকালে ধামরাই থানা স্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা রুবেল ও মান্নানসহ তিনজনকে একটি বাসের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন বলে জানান তারা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত সেলফি পরিবহনের অন্তত ২৫টি বাস আটক করে।
অপরদিকে দুপুরের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলেকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ছেলে এবং আহত হন বাবা।