কাঁচাবাজারগুলোতে লোক সমাগম কমিয়ে আনার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সব বাজারের সময় আরও তিন ঘণ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি মহামারি করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে বিপুল সংখ্যক লোকসমাগম কমিয়ে আনতে কাঁচাবাজারের সময় দুপুর ২টার পরিবর্তে বিকেল ৫টা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বিএইচআরসি আরও জানায়, কাঁচাবাজারের সময় দুপুর ২টা পর্যন্ত থাকায় একসাথে অনেক মানুষ জড়ো হচ্ছে, যা সামাজিক দূরত্ব রক্ষণাবেক্ষণকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
শুক্রবার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যতটা সম্ভব কাঁচাবাজার থেকে দোকান সরিয়ে এবং একে অপরের থেকে ২০ ফুট দূরত্ব বজায় রেখে রাস্তার পাশে সেগুলো বসানোর পরামর্শ দিয়েছে।
করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশাবলী বাস্তবায়নের পরামর্শও দিয়েছে সংস্থাটি।