সারাদেশের বিভিন্ন জেলায় গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ধানমন্ডির নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল সেনা সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করে। ঘাতকদের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ অনেক নিকট আত্মীয়। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা-বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান।
ইউএনবি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী বিভিন্ন জেলায় জাতীয় শোক দিবস পালনের খবর:
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে সকাল ৮টার দিকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এছাড়ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের বিষয়ে শতাধিক ছবি প্রদশর্নী এবং রক্ত দান কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: জাতীয় শোক দিবস: বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এরপর গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়ালন্দ পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে শোক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।