ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘শনিবার সায়েন্স ল্যাবরেটরিতে মূলত পুলিশকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। ট্রাফিক সিগন্যালের কারণে (অন্য পাশে) রাস্তা যখন ফাঁকা ছিল তখন বোমার বিস্ফোরণ ঘটে।’
তিনি আরও বলেন, হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় থাকা এএসআই শাহাবউদ্দিন এবং ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম সেসময় রাস্তায় ছিলেন। মনে হচ্ছে হামলার মূল লক্ষ্য ছিল পুলিশ সদস্য।
তিনি দাবি করেন যে সায়েন্স ল্যাবে হামলার সাথে গুলশানের ট্রাফিক পুলিশ এবং মালিবাগে পুলিশের গাড়িতে হামলা, পল্টন পুলিশ ব্ক্স এবং খামারবাড়ি পুলিশ বক্সের কাছ থেকে বোমা উদ্ধারের ঘটনার মিল রয়েছে।
জঙ্গি গোষ্ঠী আগের হামলাগুলোর সাথে জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সবগুলো হামলার দায় স্বীকার করে ওয়েব সাইটের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠীর দেয়া পোস্ট সম্পর্কে তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসী হামলা এখন বৈশ্বিক সমস্যা। যারা হামলার দাবি করেছে সেগুলো সত্য নাকি মিথ্যা আমরা তা জানার চেষ্টা করছি।’