শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের আটটি সিটি করপোরেশনের অধীনে থাকা সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু কল্যাণ ট্রাস্ট ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঠদান কেন্দ্রের পাঠদান কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে মঙ্গলবার রাতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।