ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্ত লাইনের কাছে ২০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে তাদের মাছ ধরার নৌকা ডুবে গেছে।
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের নৌকাগুলো ধ্বংস হয়ে যায়। ফলে জেলেরা তাদের ডুবে যাওয়া নৌকা থেকে ভাসমান ও ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে ভেসে থাকে।
সিত্রাং ভারতের পশ্চিমবঙ্গে তেমন কোনও ক্ষতি না করলেও রক্ষা পায়নি বাংলাদেশ।
সোমবার দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
এরপর আইসিজি সমুদ্রে কোনও জাহাজ আটকে আছে কিনা তা সন্ধান করেছিল। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরবর্তী (১৬৬ কি.মি) পানিতে প্রায় ২০ জন লোককে ভাসতে দেখে।
বুধবার এক টুইটে ভারতীয় কোস্টগার্ড জানায়, ‘একটি দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় কোস্ট গার্ড ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে ২০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে।
ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক(এমওইউ) অনুযায়ী জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।