ঢাকার সিদ্দিক বাজার বিস্ফোরণে ২১ জনের প্রাণহানির ঘটনায় ভবন মালিকসহ গ্রেপ্তারর ৩জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন।
শুনানির আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মাবুদ সুষ্ঠু তদন্তের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে বিস্ফোরণের একটি মামলায় সিদ্দিক বাজারের সাততলা ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আরও ২টি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৯
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান(৪৬), ওয়াহিদুরের ভাই মতিউর রহমান(৩৬) ও মোতালেব মিন্টু (৩৬)।
মঙ্গলবার দুই ভাইকে রাজধানীর ফুলবড়িয়া এলাকা থেকে আটক করা হয় এবং একই রাতে মোতালেবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) ড. কে. মহিউদ্দিন বলেন, ভবন মালিকের অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: সিদ্দিক বাজার বিস্ফোরণ: ভবন মালিকদের ৩ জন গ্রেপ্তার