রাজধানীর মগবাজার এলাকার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মসজিদে আগুন লেগেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। আর আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা সোয়া ৭টার দিকে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয় এবং তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ আহতও হয়নি বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা তদন্ত করছে কর্তৃপক্ষ।