আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না তার পরিবার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শুক্রবার (২২ আগষ্ট) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তাকে খুঁজে
বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন।
জানা যায়, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না বলে জানায় তার পরিবার।
এরপর বৃহস্পতিবার(২১ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।