সিরাজগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে গাজীপুরের কাপাসিয়া থানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নারায়নপুর এলাকায় র্যাব-১২ এর সদর কোম্পানি ও র্যাব-১ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটারা গ্রামের মৃত ইসমাঈল ফকিরের ছেলে মো. নজরুল ফকির ও তার ছেলে মো. আরিফুল ইসলাম।
শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ -এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষ: গ্রেপ্তার ১৬, অস্ত্র-ককটেল জব্দ
এতে বলা হয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা দুজনেই তাড়াশ থানার ফাতেমা বেগম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সাভারে নৌকায় কলেজছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার