সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান।
নিহত পারভীন বেগম (৬৫) উপজেলার কর্ণসূতি গ্রামের চাঁদ আলী সরকারের স্ত্রী এবং গ্রেপ্তার তারা সরকার চাঁদ আলী সরকারের বড় ভাই।
আরও পড়ুন: নওগাঁয় ৫ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক একটি ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার বৈঠক বসে। বৈঠকে উভয়পক্ষের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়।
কিন্তু মীমাংসার পর স্বামীর বড় ভাই (ভাসুর) তাঁরা সরকার পারভীন বেগমের বুকে ছুরিকাঘাত করে এতে সে আহত হয়।
পরিবারের লোকজন তাকে আহতাবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলার দায়ের করা হয়েছে।