সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে করে ২২০ বোতল ফেনসিডিল পরিবহনের অভিযোগে ফজলুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর বারুইটরা গ্রামের আব্বাস আলীর ছেলে।
আরও পড়ুন: ২৬২ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানের কাছে চেকপোস্ট বসানো হয়। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ ফজলুল হককে আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে আরও একটি মাদক মামলা বিচারাধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড