সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর গ্রামে সাত বছরের শিশু লামিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আরাফাত রহমান (১৫) ওই গ্রামের হাজী ইউনূসের ছেলে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বুধবার (৪ জুন) সকালে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখে টেপ প্যাঁচানো এবং হাত-পা বাঁধা ছিল।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আসলাম আলী জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আরাফাত ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।