সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ১৬ টন গরিবের জন্য বরাদ্দ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক গুদাম মালিকসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) রাতে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলো-সিরাজগঞ্জ পৌর এলাকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলের মালিক মোঃ আব্দুল কাদের, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকার মো. মাহফুজ হোসেন (২৫), মো. শাকিল হোসেন (২৮), মো. রাজু (২৫), মো. শরিফ হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৬), মো. জাকির হোসেন (৩২) এবং মো. সাইফুল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: শার্শা সীমান্তে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর সেনাবাহিনীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের গুদাম ঘর থেকে ১০ টন সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমুর উপস্থিতিতে গুদাম মালিক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রায়গঞ্জ উপজেলার চিরামপুর গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬ টনের কিছু বেশি সরকারি চাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা চালসহ তাদেরকে রাতেই রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন।