সিরাজগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম পাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২ তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলো- নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মো. রাসেদ (২৮) ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রাজেশপুর গ্রামের মৃত শাহ্ আলীর ছেলে মো. রোবেল আহাম্মদ (৪৫)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার ও অপারেশন কর্মকর্তা মো. উসমান গণি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, মাদককারবারিদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও ১টি পিকআপ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।